এস আই লিখিত পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন ও সমাধান। বাংলাদেশ পুলিশে এস আই মানে হচ্ছে সাব- ইন্সপেক্টর । SI (Sub-Inspector). ভারতেও একই অর্থে ব্যবহৃত হয়। এটা একটা নন ক্যাডার মাধ্যম মানের পজিশন। নিয়োগ লাভের পর এক বছর প্রশিক্ষণ শেষে পোস্টিং হয়। বাংলায় যার অর্থ উপ- পরিদর্শক।
এস আই লিখিত পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন ও সমাধান
আপনি প্রাথমিক বাঁচাইয়ে ফিট হলে আপনাকে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ১০০ নম্বরের ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন লিখিত পরীক্ষা দিতে হয়।১০০ নম্বরের সাধারণ জ্ঞান ও গণিত লিখিত পরীক্ষা দিতে হয়। এছাড়াও ৫০ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা দিতে হয়।
এস আই লিখিত পাশ নম্বর
- বাংলায় ৫০ নম্বরের পরীক্ষা হয়।
- রচনায় ১৫ নম্বর
- ভাবসম্প্রসারণে ১০
- এককথায় প্রকাশে ৫
- অর্থসহ বাক্য রচনায় ৫
- বাংলা অনুবাদে ১৫ নম্বর।
পাঠ্যবইয়ে অনেক রচনা আছে। সব রচনা মুখস্থ করা সম্ভব নয়। সাম্প্রতিক বিষয়, পুলিশ, মুক্তিযুদ্ধবিষয়ক রচনাগুলো যেমন; বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা, এসডিজি, মেট্রোরেল, নারীর ক্ষমতায়ন বেশি গুরুত্ব দিতে হবে।
এস আই লিখিত পরীক্ষার সমাধান
রচনা লিখতে পারার অভ্যাস গড়তে হবে। এ জন্য বাসায় পড়ার পাশাপাশি লেখার অনুশীলন করতে হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির ব্যাকরণ বইগুলো পড়া যেতে পারে।ইংরেজিতেও ৫০ নম্বর বরাদ্দ থাকে।সমসাময়িক বিষয়ের ওপর রচনায় ১৫ নম্বর। প্রিপজিশন ৫ নম্বর। ইংরেজি বাগ্ধারা ৫ নম্বর। লেটার বা আবেদনপত্র ১০ নম্বর। অনুবাদে ১৫ নম্বর থাকে।
যেকোনো চাকরির পরীক্ষায় পিছিয়ে পড়ার অন্যতম কারণ ইংরেজিতে দুর্বলতা। এসআই লিখিত পরীক্ষায় ইংরেজিতে ভালো করতে হলে কম্পোজিশনে গুরুত্ব দিতে হবে। গ্রামার অংশের জন্য পড়তে হবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির গ্রামার বইগুলো। Tense, Number, Person, Right form of verbs এই অধ্যায়গুলো চর্চা করলে ইংরেজিতে ভালো করা যাবে।
গণিতে ৫০ নম্বর বরাদ্দ রয়েছে
এখানে গসাগু, লসাগু, ভগ্নাংশ, সরলীকরণ, ঐকিক, গড়, অনুপাত ও সমানুপাত, শতকরা ও লাভ-ক্ষতি, সুদকষা, পরিমাপ, ক্ষেত্র ইত্যাদি থেকে সাধারণত প্রশ্ন আসে। গণিতের প্রস্তুতির জন্য সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণির পাঠ্যবই অনুশীলন করলে প্রস্তুতি পাকাপোক্ত হবে। গণিতে ভালো করার জন্য সুদকষা, দূরুত্ব, লাভ-ক্ষতি, অনুপাত, পরিমিতি ও বৃত্ত অংশ বেশি করে পড়তে হবে।
সাধারণ জ্ঞান অংশে মোট নম্বর ৫০
সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে প্রশ্ন থাকে। এ অংশে ভালো করতে হলে নিয়মিত পত্রিকা পড়া, দেশি-বিদেশি সমসাময়িক খবরগুলো নিজের আয়ত্ত করে নিতে হবে। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, পরিবেশ সম্পর্কে ধারণা রাখতে হবে। বাংলাদেশ অংশে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, জলবায়ু, সংস্কৃতি, খেলাধুলা, বিভিন্ন জেলার আয়তন, অর্থনীতি ইত্যাদি সম্পর্কে অবগত থাকতে হবে। আর আন্তর্জাতিক অংশের জন্য বিভিন্ন দেশের মুদ্রা, দিবস, পুরস্কার ও সম্মাননা, সাম্প্রতিক ঘটনা এসব সম্পর্কে জানা থাকলে ভালো করা যাবে। এ ছাড়া বিগত বছরগুলোর এসআই নিয়োগের প্রশ্নগুলো সমাধান করলেও কাজে দেবে বলে জানান অপূর্ব কুমার বর্মণ।
- সংক্ষিপ্ত প্রশ্নে ১০ নম্বর
- টীকায় ১০ নম্বর
- রচনামূলক প্রশ্নে ৩০ নম্বর
এস আই মৌখিক পরীক্ষা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষা প্রসঙ্গে অরুণ কুমার বসাক বলেন, মৌখিক পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। সাধারণত প্রার্থী স্নাতক পর্যায়ে যেসব বিষয়ে পড়াশোনা করেছেন ওই বিষয়গুলো থেকে প্রশ্ন করা হতে পারে। এ ছাড়া প্রার্থীর নিজ জেলা বা উপজেলা সম্পর্কে ধারণা রাখা—যেমন এলাকার বিখ্যাত ব্যক্তির নাম, জেলার আয়তন, জনসংখ্যা, সাংসদের নাম, ঐতিহ্যবাহী স্থাপনা ইত্যাদি বিষয় জানা থাকলে ভালো করা যাবে। সম্প্রতি ঘটে যাওয়া দেশি-বিদেশি কোনো ঘটনা, বাংলাদেশ পুলিশবাহিনী সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানা থাকলে মৌখিক পরীক্ষায় ভালো করা যাবে। পাশাপাশি আচরণ, সুন্দর করে কথা বলা, মার্জিত পোশাক উপস্থাপনা ইত্যাদি বিষয়েও খেয়াল রাখতে হবে।
এ সকল পরীক্ষায় উত্তীন্ন হলে আপনি হতে পারবেন দেশের সেবায় বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সৈনিক।
আরও পড়ুনঃ
সরকারের আদেশ, গেজেট, বিজ্ঞপ্তি, পরিপত্র, চাকরির খবর ও শিক্ষা সংক্রান্ত তথ্য সবার আগে জানতে প্রজ্ঞাপন এর ফেইসবুক পেইজটি লাইক দিয়ে সাথে থাকবেন।