টিলাগাঁও ইকো ভিলেজের আশপাশে আর কি কি দৃষ্টিনন্দন আছে Archives - Proggapan https://proggapan.com/tag/টিলাগাঁও-ইকো-ভিলেজের-আশপ/ Notice | Job Circular News In Bangladesh Sat, 26 Feb 2022 08:25:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 https://proggapan.com/wp-content/uploads/2022/01/favicon.ico টিলাগাঁও ইকো ভিলেজের আশপাশে আর কি কি দৃষ্টিনন্দন আছে Archives - Proggapan https://proggapan.com/tag/টিলাগাঁও-ইকো-ভিলেজের-আশপ/ 32 32 টিলাগাঁও ইকো ভিলেজ কমলগঞ্জ, তথ্য ও অবস্থান | Tilagaon Eco Village Kamalganj https://proggapan.com/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93-%e0%a6%87%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e/ https://proggapan.com/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93-%e0%a6%87%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e/#respond Fri, 25 Feb 2022 16:25:48 +0000 https://proggapan.com/?p=3214 টিলাগাঁও ইকো ভিলেজ চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাও গ্রামে অবস্থাতিত। Tilagaon Eco Village Kamalganj, প্রাকৃতিক ছন, বাঁশ, কাঠ ও মাটির সাথে আধুনিকতার ছোঁয়ায় সুউচ্চ টিলার বুকে নির্মান করা হয়েছে ইকো কটেজ। দূর থেকে অথবা পাখির চোঁখে দেখলে মনে হবে গভীর অরেণ্যের মধ্যে কোন আদিবাসী সম্প্রদায়ের পল্লী। টিলাগাঁও ইকো ভিলেজটি নির্মান […]

The post টিলাগাঁও ইকো ভিলেজ কমলগঞ্জ, তথ্য ও অবস্থান | Tilagaon Eco Village Kamalganj appeared first on Proggapan.

]]>
টিলাগাঁও ইকো ভিলেজ চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাও গ্রামে অবস্থাতিত। Tilagaon Eco Village Kamalganj, প্রাকৃতিক ছন, বাঁশ, কাঠ ও মাটির সাথে আধুনিকতার ছোঁয়ায় সুউচ্চ টিলার বুকে নির্মান করা হয়েছে ইকো কটেজ। দূর থেকে অথবা পাখির চোঁখে দেখলে মনে হবে গভীর অরেণ্যের মধ্যে কোন আদিবাসী সম্প্রদায়ের পল্লী।

টিলাগাঁও ইকো ভিলেজ কমলগঞ্জ, মৌলভীবাজার
টিলাগাঁও ইকো ভিলেজ কমলগঞ্জ, মৌলভীবাজার

টিলাগাঁও ইকো ভিলেজটি নির্মান করা হয়েছে উপরে ছন ও চৌদিক মাটি দিয়ে । মাটির এমন কুঁড়ে ঘর দেখে হয়তো মনে হবে ভুল করে চলে এসেছেন আফ্রিকার কোন আদিবাসী গ্রামে। কিন্তু না, এটি আফ্রিকা বা কোন আদিবাসী পল্লী নয়। এটি একটি পরিবেশ বান্ধব পল্লী যার নাম টিলাগাঁও ইকো ভিলেজ। মূলত আফ্রিকার আদিবাসীদের ঘরের আদলে ইকো কটেজটি তৈরি করা হয়েছে।

টিলাগাঁও ইকো ভিলেজটি কেনো এভাবে বানানো হয়েছে:

টিলাগাঁও ইকো ভিলেজটি মূলত, ইট পাটকেলের নগরীর চার দেয়ালে বসবাস করা নগরকেন্দ্রিক মানুষের গ্রামের অনুভূতি দিতেই এমন উদ্যোগ। শহরের অনেকেই কখনো গ্রাম বা গ্রামীণ জনপদের সাথে পরিচিত নয়। আবার অনেকেই আধুনিক ও যান্ত্রিক বেড়াজাল থেকে একটু স্বস্তি পেতে খোঁজেন প্রাকৃতিক পরিবেশ, সেখানে সাময়িক আবাস করে নিতে চান প্রকৃতির স্বাদ।

টিলাগাঁও ইকো ভিলেজের আশপাশে আর কি কি দৃষ্টিনন্দন যায়গা আছে:

টিলাগাঁও ইকো ভিলেজে বসেই সারিবদ্ধ দৃষ্টি নন্দন চা বাগান, সুউঁচু টিলা, গ্রামীণ জনপদ ও জীবনযাত্রা উপলব্ধি করতে পারবেন। ইকো ভিলেজটি প্রকৃতি প্রেমিক ভ্রমণ পিপাসুদের কাছে একটি আর্দশ স্থান।

টিলাগাঁও ইকো ভিলেজের অবস্থান কোথায়:

টিলাগাঁও ইকো ভিলেজটির অবস্থান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে। ঢাকা থেকে ২০৬ কিলোমিটার ও শ্রীমঙ্গল উপজেলা থেকে ২০ কিলোমিটার দূরে কমলগঞ্জ থানায় টিলাগাঁও ইকো ভিলেজ এর অবস্থান।।

টিলাগাঁও ইকো ভিলেজে নিবাসমূল্য কত:

টিলাগাঁও ইকো ভিলেজটিতে রয়েছে পরিবেশ বান্ধব পাঁচটি কটেজ, যার নিবাস মূল্য ২৭০০ টাকা থেকে ৩২০০ টাকার মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ট্যুর গ্রুপ বিডি সাথে যোগাযোগ করেই পরিবেশ বান্ধব ইকো কটেজে পরিবেশের সাথে রাত্রি যাপন করতে পারেন।
কলাম তথ্য সংগ্রাহকঃ সাংবাদিক মোঃ আহাদ মিয়া

Tilagaon Eco Village Kamalganj দেখতে কিভাবে যাবেন:

টিলাগাঁও ইকো ভিলেজ দেখতে ঢাকা থেকে কমলগঞ্জ ভানুগাছ ট্রেন হচ্ছে সবচেয়ে ভাল মাধ্যম। ঢাকা থেকে ট্রেনে করে কমলগঞ্জ ভানুগাছ রেল স্টেশনে যেতে কমলাপুর কিংবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে। শ্রেণী ভেদে জনপ্রতি ট্রেনে যেতে ভাড়া ২৪০ থেকে ৫৫২ টাকা। ট্রেনে যেতে সময় লাগে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা।

বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল হয়ে কমলগঞ্জ ভানুগাছ যেতে ফকিরাপুল অথবা সায়দাবাদ থেকে ৪৭০ থেকে ৬০০ টাকা ভাড়ায় হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস, এনা ইত্যাদি এসি/নন এসি বাস পাওয়া যায়। বাসে যেতে সময় লাগে ৪ ঘন্টার মত।

চট্টগ্রাম থেকে বাসে বা ট্রেনে শ্রীমঙ্গল কিংবা কমলগঞ্জ ভানুগাছ যেতে পারবেন। চট্টগ্রাম থেকে ট্রেনে শ্রীমঙ্গল যেতে, পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস নামের দুটি ট্রেন সপ্তাহে ৬ দিন চলাচল করে। ট্রেন ভাড়া ক্লাস অনুযায়ী ৩০০ থেকে ৬৮৫ টাকা।

শ্রীমঙ্গল পৌঁছে সেখান থেকে আপনার চাহিদা অনুযায়ী কোন গাড়ি নিয়ে যেতে পারবেন কমলগঞ্জ ভানুগাছ টিলাগাঁও ইকো ভিলেজ । ইজিবাইক/সিএনজি/জীপ/মাইক্রোবাস যে কোন কিছুতেই যাওয়া যায়। যাওয়া আসা ও সেখানে ঘুরে বেড়ানোর সময়সহ রিজার্ভ নিলে সিএনজি ৪০০-৫০০ টাকা নিবে।

টিলাগাঁও ইকো ভিলেজ এক দিনের ভ্রমণ পরিকল্পনা:

টিলাগাঁও ইকো ভিলেজ ঘুরে দেখার জন্যে হয়ত ২-৪ ঘন্টা সময়ই যথেষ্ট মনে হতে পারে। বাকি সময় চাইলে ঘুরে দেখতে পারবেন শ্রীমঙ্গ্‌ল কমলগঞ্জ এর আশেপাশের অন্যান্য দর্শনীয় স্থান। তারমধ্যে লাউয়াছড়া, মাধবপুর লেক, বাংলাদেশ চা গবেষনা ইনস্টিটিউট, সীতেশ বাবুর চিড়িয়াখানা, নীলকন্ঠ চা কেবিন, বাইক্কাবিল ও সুন্দর সুন্দর চা বাগানগুলো। আপনার সময় এবং আগ্রহ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন পরিকল্পনা। এক দিনে ঘুরে দেখার জন্যে আপনি একটি সিএনজি রিজার্ভ করে নিতে পারেন। চা বাগানের ভিতর সুন্দর করে সাজানো মাধবপুর লেক দেখার জন্যে সকাল বা বিকেলের সময়টাই ভালো। সকালে ভোরে চলে যান মাধবপুর লেক, সেখান ঘন্টাখানেক সময় ঘুরে দেখার পর দপুরের আগেই চলে আসেন লাউয়্যাছড়া উদ্যানে। আপনার পছন্দমত ট্রেইলে ঘুরে ফিরে যেতে পারেন শ্রীমঙ্গল শহরে। দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ করে বিকেলে চলে যান বাংলাদেশ চা গবেষনা ইনস্টিটিউটে, বিকেল ৫টার আগেই বের হয়ে পড়ুন সেখান থেকে, তারপর চলে যান বিখ্যাত সাত রঙের চায়ের দোকান নীলকন্ঠ চা কেবিনে। সন্ধ্যায় চা খেয়ে আবার চলে আসুন শ্রীমঙ্গলে। সারাদিনের জন্যে সিএনজি রিজার্ভ নিবে ১২০০-১৫০০ টাকা। তবে ঠিক করার আগে অবশ্যই কোথায় যাবেন, কতক্ষণ থাকবেন, কি দেখবেন এইসব ভালো করে আলাপ করে নিন।

টিলাগাঁও ইকো ভিলেজ দেখার পর খাওয়াদাওয়ার ব্যবস্থা কিভাবে করবেন:

টিলাগাঁও ইকো ভিলেজ দেখার পর খাওয়াদাওয়ার জন্য টিলাগাঁও ইকো ভিলেজের আশে পাশে খাবারের তেমন কোন ব্যবস্থা নেই তাই প্রয়োজনে নিজ দায়িত্বে কিছু হালকা খাবার সাথে নিতে পারেন। এছাড়াও কমলগঞ্জ ভানুগাছ বাজারে দু একটা ভালো খাবারের হোটেল আছে তার মধ্যে অন্যতম, ফুড সাফারি, পানাহার হোটেল। এছাড়াও শ্রীমঙ্গল ফিরে খেতে পারবেন। নানা ধরণের রেস্তোরা আছে। আছে সবার প্রিয় পানশী রেস্টুরেন্ট। ভর্তা ভাজিসহ নানা পদের খাবার খেতে পারবেন ১০০-৫০০ টাকায়।

আশপাশে আর কোথায় থাকতে পারবেন:

টিলাগাঁও ইকো ভিলেজটি দেখার পর কমলগঞ্জ থাকার জন্য তেমন কোনো ভাল হোটেল নেই। গ্রামের বাড়ি নামের একটা থাকার হোটেল আছে, হীড বাংলাদেশ নামক এনজিও এর হোটেল আছে । এছাড়া শ্রীমঙ্গলে থাকার জন্যে রয়েছে বেশ কিছু সুন্দর মনোরম রিসোর্ট। আছে চা বাগান ঘেঁষা অনেক কটেজ ও সরকারি বেসরকারি গেস্ট হাউজ। শ্রীমঙ্গল শহরেও রয়েছে বিভিন্ন মানের হোটেল। আপনার চাহিদা মত যে কোন জায়গায় থাকতে পারবেন। লাউয়াছড়ার খুব কাছে গ্রান্ড সুলতান গলফ রিসোর্ট নামে পাঁচ তারকা মানের রিসোর্ট রয়েছে। চা বাগান ঘেঁষা ও সুন্দর পরিবেশের রিসোর্ট গুলোর মধ্যে উল্লেখযোগ্য ।

টি রিসোর্ট ও মিউজিয়াম : বাংলাদেশ টি বোর্ডের অধীনে এই রিসোর্ট শ্রীমঙ্গল – ভানুগাছা রোডের পাশে অবস্থিত, বাংলো ধরণের প্রতিটি কটেজে ৪-৮ জন থাকা যাবে। প্রতি রাতের ভাড়া ৫,০০০ – ৮,০০০ টাকা। যোগাযোগঃ 01749-014306 , ওয়েবসাইট

নভেম ইকো রিসোর্ট : অবস্থানঃ বিশামনি, রাধানগর, শ্রীমঙ্গল। আধুনিক সুযোগ সুবিধা তো দৃষ্টিনন্দন নানা কটেজ রয়েছে। মাটির ঘর, কাঠের ঘর, ফ্যামিলি ভিলা, তাবুতে থাকার ব্যবস্থা আছে। প্রতিরাত ২-৮ জন থাকার জন্যে মান অনুযায়ী ভাড়া ৮,০০০ – ১৭৫০০ টাকা। যোগাযোগঃ 01709 882000ওয়েবসাইট

নিসর্গ ইকো কটেজ : এই কটেজ শ্রীমঙ্গল – ভানুগাছা রোডের পাশে অবস্থিত, গ্রামীন আবহে তৈরি কটেজ গুলোতে ৩-৫ জন থাকার ব্যবস্থা সহ ভাড়া প্রতি রাত ২০০০-৩৫০০ টাকা। যোগাযোগঃ 01766-557780ওয়েবসাইট

নিসর্গ লিচিবাড়ি কটেজ : এই কটেজ শ্রীমঙ্গল – ভানুগাছা রোডের পাশে অবস্থিত, গ্রামীন আবহে তৈরি কটেজ গুলোতে ৩-৮ জন থাকার ব্যবস্থা সহ ভাড়া প্রতি রাত ২০০০-৪৫০০ টাকা। যোগাযোগঃ 01766-557780ওয়েবসাইট

লেমন গার্ডেন রিসোর্ট : লাউয়াছড়া উদ্যানের পাশেই এই রিসোর্টে ইকোনমি, ডিলাক্স, লাক্সারি, সুইট মানের রুম ভাড়া ৩,০০০ – ৮,০০০ টাকা। যোগাযোগঃ 01763555000ওয়েবসাইট

শান্তি বাড়ি রিসোর্ট : শ্রীমঙ্গল – ভানুগাছা রোড ধরে লাউয়াছড়ার আগে একটু ভিতরের দিকের এই রিসোর্টে আছে নানা ধরণের কটেজ। এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন 01716189288ওয়েবসাইট

সিজন ও উপলক্ষ্য অনুযায়ী উপরোক্ত রিসোর্ট ও কটেজ গুলোর ভাড়া পরিবর্তন হতে পারে। বিভিন্ন সময় অনেক রকম ডিসকাউন্ট থাকে। কোথায় থাকবেন ঠিক করার আগে তাদের সাথে কথা বলে নিবেন, প্রয়োজনে ভাড়ার ক্ষেত্রে একটু দরদাম করে নিবেন। এছাড়া আরও কম খরচে শ্রীমঙ্গল থাকতে চাইলে শহরে নানা মানের হোটেল আছে, একটু খুঁজে দেখলেই পেয়ে যাবেন আপনার মন মত হোটেল।

ভ্রমণের সময় যেসব বিষয় মনে রাখবেন:

  • ইকো ভিলেজের যেখানে সেখানে ময়লা ফেলবেন না এতে বনের জীব বৈচিত্রের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
  • খুব বেশি হৈ চৈ করবেন না এতে বন্য প্রানীদের স্বাভাবিক চলাফেরা ব্যহত হয়।
  • শীতকাল ছাড়া অন্য সময়ে ভ্রমণের ক্ষেত্রে জোঁক ও সাপের থেকে সতর্ক থাকুন।
  • অপরিচিত কারো সাথে একা একা বনের গভীরে যাবেন না এতে আপনি ক্ষতিগ্রস্থ হতে পারেন
  • কম খরচে ভ্রমণ করতে চাইলে রিজার্ভ গাড়ি না করে শ্রীমঙ্গল-ভানুগাছ রোডের লোকাল সিএনজি অথবা বাস দিয়ে যাতায়াত করতে পারেন।

আরও পড়ুনঃ

এছাড়াও আপনারা আমাদের সাইটে জানতে পারবেন নিত্য নতুন নিয়োগ, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বিজ্ঞপ্তি, শিক্ষা নিউজ, তথ্য, আইন , দর্শনীয় স্থান ইত্যাদি । সবার আগে এসব সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেইজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

The post টিলাগাঁও ইকো ভিলেজ কমলগঞ্জ, তথ্য ও অবস্থান | Tilagaon Eco Village Kamalganj appeared first on Proggapan.

]]>
https://proggapan.com/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93-%e0%a6%87%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e/feed/ 0