H S C পাশের পর মেডিকেল কলেজে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগবে ও পরীক্ষায় কত নম্বর পেতে হবে । আজ আমরা আপনাদের জানাব ডাক্তার হতে হলে মেডিকেল কলেজে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগবে পরীক্ষায় কত নম্বর পেতে হবে? MBBS কোর্স কত বছরে শেষ হয়। এবং বেসরকারি সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করতে হলে কত খরছ পড়বে। আজকের এই পোস্টটি খুব গুরুত্বের তাই পোস্টটি না এড়িয়ে বিস্তারিত পড়ুন।
H S C পাশের পর মেডিকেল কলেজে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগবে ও পরীক্ষায় কত নম্বর পেতে হবে
মেডিকেল কলেজ কি ? বাংলাদেশে স্নাতক এবং উচ্চ পর্যায়ে চিকিৎসা শিক্ষা প্রদানের জন্য বেশ কয়েকটি মেডিকেল কলেজ রয়েছে। সকল কলেজ প্রধানত “সরকারি” ও “বেসরকারি” এ দুই ভাগে বিভক্ত। এই কলেজসমূহকে নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য অধিদপ্তর এবং প্রতিটি কলেজই একটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকে। মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজসমূহের অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, যা “মেডিকেল কাউন্সিল আইন, ১৯৭৩ (১৯৭৩ সনের ৩০ নং আইন)” অনুযায়ী গঠিত একটি কাউন্সিল। এর মাধ্যমেই উক্ত মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ চিকিৎসক তৈরির ক্ষেত্রে অনুমোদন প্রাপ্ত হয়। এছাড়া বাংলাদেশে মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার ব্যাপারে নীতিমালাও প্রনয়ন করে এই সংস্থাটি।
মেডিকেল কলেজে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগবে ?
- এস . এস . সি . ও এইচ . এস . সি . তে মোট জি . পি . এ . 8. 00 হতে হবে ।
- এস . এস . সি . এবং এইচ . এস . সি . তে আলাদা জি . পি . এ . কমপক্ষে 3. 50 হতে হবে ।
- জীববিজ্ঞানে জি . পি . এ . কমপক্ষে 3. 50হতে হবে ।
- ভর্তি পরীক্ষা 100 নাম্বারের mcq ্লাগবে।.
প্রাইভেট মেডিকেলে পড়তে কত খরছ হবে?
বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজে পড়া সবার জন্য সম্ভব হয়ে উঠে না। প্রাইভেট মেডিকেলে পড়তে হলে কম্পক্ষে ৮ থেকে ক১০ লাখ টাকা লাগবে। অবশ্যই GPA-5 লাগবে SSC, HSC তে লাগবে। আর আমরা যতটুকু জানি প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে ২০-২৫ লক্ষ্ থাকা খরচ হয় | বিঃদ্রঃ প্রতিষ্ঠান ভেদে খরচ কম বা বেশি হতে পারে।
- সরকারি/ বেসরকারি তে আবেদন করতে গেলে জিপিএ ৯ লাগবে।
- ১০০ নম্বরের লিখিত পরিক্ষা ও ১০০ জিপিএ মোট ২০০ নম্বর এ্র পরিক্ষা দিতে হবে ।
- ভর্তি হতে আপনাকে সরকারিতে কমপক্ষে ১৬৫+ পেতে হবে।
- আর বেসরকারিতে পাশ করতে হবে,
- মেডিকেল কলেজ ভেদে ২০-৩০ লক্ষ টাকা খরচ হবে।
আরও পড়ুন:
- বাংলাদেশের কলেজে ভর্তি হতে কোন কলেজে কত পয়েন্ট লাগবে ২০২১-২০২২
- সরকারি স্কুলে ভর্তির বয়স ২০২২
- বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজসমূহ। Government Medical Colleges Of Bangladesh
- সরকারি নার্সিং কলেজ তালিকা । List Of Government Nuesing collage
- এস আই লিখিত পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন ও সমাধান
এছাড়াও আপনারা আমাদের সাইটে জানতে পারবেন নিত্য নতুন নিয়োগ, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বিজ্ঞপ্তি, শিক্ষা নিউজ, তথ্য, আইন , দর্শনীয় স্থান ইত্যাদি । সবার আগে এসব সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেইজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।