কুইজ চ্যালেঞ্জ ২০২২ | Quiz Challenge 2022. সাধারণ জ্ঞান নিজে জানো দেশকে জানাও এই স্লোগান সামনে রেখে শুরু হলো ইএমকে সেন্টার নিবেদিত অনলাইন কুইজ প্রতিযোগিতা “কুইজ চ্যালেঞ্জ। মূলত সাধারণ জ্ঞানের চর্চাকে উৎসাহিত করতেই এই আয়োজন। নিজেকে যাচাই করতে আপনিও এতে অংশ নিতে পারেন।
কুইজ চ্যালেঞ্জ ২০২২
আয়োজনটির নলেজ পার্টনার বিজনেস কেস রিসার্চ কাউন্সিল (বিসিআরসি), কনটেন্ট পার্টনার প্রথম আলো থেকে প্রকাশিত মাসিক ম্যাগাজিন চলতি ঘটনা, ট্রাভেল পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইন্স, ফুড অ্যান্ড বেভারেজ পার্টনার রয়েল কুইজিন ও মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। আয়োজনটির উদ্যোগে আছে স্কিলএইড বাংলাদেশ।
১ ফেব্রুয়ারি আয়োজিত ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার বিচারক ও প্রধান মান নিয়ন্ত্রক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক রিদওয়ানুল হক, অপর বিচারক লিংক থ্রি টেকনোলজির চিফ কমার্শিয়াল অফিসার জীশান কিংশুক হক, মাসিক চলতি ঘটনা ম্যাগাজিনের সহকারী সম্পাদক মোছাব্বের হোসেন, আয়োজনটির মান পর্যালোচনাকারী এবি ব্যাংক লিমিটেডের সার্ভিস কোয়ালিটি ব্যবস্থাপক অমৃতা সাহা এবং স্কিলএইড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. মাসুদ।
রিদওয়ানুল হক উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং আয়োজনটির বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলা ও করোনা পরিস্থিতে জ্ঞানচর্চায় যে পরিবর্তন এসেছে, তার জন্য এই আয়োজন অংশগ্রহণকারীদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আয়োজনটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
Quiz Challenge 2022
জীশান কিংশুক হক বলেন, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে যাচাই করার সুযোগ পাওয়া যায়। প্রতিযোগিতায় হার-জিৎ বড় বিষয় নয়। প্রতিযোগিতার মাধ্যমে নতুন কিছু শেখাই বড় ব্যাপার। এই আয়োজন সবার জন্য নতুন কিছু শেখার সুযোগ তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোছাব্বের হোসেন বলেন, চাকরির পরীক্ষা, ভর্তি পরীক্ষা ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি গ্রহণে এই আয়োজন অংশগ্রহণকারীদের জন্য দারুণ কাজে আসবে। তিনি মনে করেন এমন প্রতিযোগিতা সৃজনশীলতা বৃদ্ধি ও শুদ্ধ জ্ঞানচর্চাকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
অমৃতা সাহা বলেন, এই অনলাইন আয়োজন ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশ হিসেবে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, প্রতিযোগীরা এই করোনা পরিস্থিতিতে ঘরে বসেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন এবং প্রতিযোগিতার প্রতিটি ধাপে এগিয়ে যাওয়ার মাধ্যমে একটি ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
মো. মাসুদ বর্তমান সময়ে ভর্তি পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই উল্লেখ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য আগাম শুভকামনা জানান।
উচ্চমাধ্যমিক পাস যেকোনো বাংলাদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। উপহার হিসেবে থাকবে ল্যাপটপ, ট্যাব, এয়ার টিকিট, বই, ক্রেস্ট ও সার্টিফিকেট। সেরা ১০০ জন পাবেন বিনা মূল্যে প্রশিক্ষণ।
বিস্তারিত জানা যাবে স্কিলএইড বাংলাদেশ ও ইএমকে সেন্টারের ফেসবুক পেজ থেকে।
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/RScU2wU74UYAJm3h6
- আরও পড়ুন:
- পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের চূড়ান্ত ফলাফল ২০২২ | PBRLP Exam Result 2022
- ব্রিটিশ হাইকমিশন ঢাকায় চাকরির নিয়োগ ২০২২ | British High Commission Dhaka Job Circular 2022
- পরিসংখ্যান ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Bureau Of Statistics Job Circular 2022
- অ্যাকশনএইডে চাকরির নিয়োগ ২০২২ | Action Aid Bangladesh Job Circular 2022
এছাড়াও আপনারা আমাদের সাইটে জানতে পারবেন নিত্য নতুন নিয়োগ, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বিজ্ঞপ্তি, শিক্ষা নিউজ, তথ্য, আইন , দর্শনীয় স্থান ইত্যাদি । সবার আগে এসব সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেইজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।